ভবিষ্যৎ প্রজন্মের জন্য অগ্রাধিকার সেবা চালু করল ইস্টার্ন ব্যাংক
-
- - নিউজ -
- ডেস্ক --
- ৬ ডিসেম্বর, ২০২৫
তরুণ, উদ্যমি ও দূরদর্শী ভবিষ্যৎ নেতৃত্বের চাহিদা বিবেচনা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘ইবিএল প্রায়োরিটি নেক্সট জেন’ নামে একটি বিশেষায়িত ব্যাংকিং সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাংক।
শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাংকিং সেগমেন্টের উদ্বোধন করেন ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন, আমরা যা কিছু তৈরি করেছি, আমাদের প্রতিটি মাইলফলক অর্জন সব কিছুর ভিত্তি হলো গ্রাহকদের বিশ্বাস, উৎকর্ষ সেবা ও অটল প্রতিশ্রুতি। আমরা ভবিষ্যৎ নেতৃত্বের জীবনধারা, আকাঙ্খা এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্ঝস্যপূর্ণ আর্থিক অভিজ্ঞতা দেওয়ার প্রয়োজনীয় উদ্ভাবন এবং সেবার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
‘প্রিভে’ থিমভিত্তিক অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী তরুণ প্রতিভা, উদ্ভাবক ও উদীয়মান নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়। যারা ভিন্নভাবে স্বপ্ন দেখে, দ্রুত এগিয়ে যেতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সুযোগকে কাজে লাগাতে আগ্রহী।
ইবিএল নেক্সট জেন এ গ্রাহকদের জন্য সুচিন্তিত লাইফস্টাইল সুবিধা, ব্যাক্তিগত সম্পদ ব্যবস্থাপনা, ওয়েলনেস সুবিধা, ভ্রমণে প্রিমিয়াম অভিজ্ঞতাসহ অন্যান্য সুবিধা যুক্ত রয়েছে। প্রত্যেক গ্রাহকের জন্য থাকছে ডেডিকেটেড রিলেশনশীপ সাপোর্ট।
অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, ভিসা কান্ট্রি ম্যানেজার-বাংলাদেশ, ভুটান ও নেপাল, সাব্বির আহমেদ, ইবিএল লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগ প্রধান শারমিন আতিক, প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং প্রধান তানজেরি হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।