ইউসেপ বাংলাদেশের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 সুবিধাবঞ্চিত শিশু, কিশোর ও যুবাদের মানসম্পন্ন কারিগরি শিক্ষা বিস্তার এবং দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়া বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ-এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউসেপ বাংলাদেশের বোর্ড অব গভর্নরস-এর চেয়ারপারসন ড. ওবায়দুর রব।

সভায় ইউসেপ বোর্ড অব গভর্নরস, ইউসেপ এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ, জনাব উজমা চৌধুরী, সহ-সভাপতি, ইউসেপ বোর্ড অব গভর্নরস, নির্বাহী পরিচালক, ড. মোঃ আবদুল করিম ও সংস্থার ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ২০২৪-২০২৫ সালের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং চলমান উদ্যোগসমূহের অগ্রগতি সভায় উপস্থাপন করেন। 

সভায় উপস্থিত বোর্ড ও অ্যাসোসিয়েশন সদস্যরা ইউসেপ বাংলাদেশের ভবিষ্যৎ কার্যক্রম আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ মতামত ও কৌশলগত দিকনির্দেশনা প্রদান করেন। একইসাথে তারা ২০২৬ সালের বার্ষিক বাজেট এবং কর্মপরিকল্পনা অনুমোদন করেন।
 
পরিশেষে, ইউসেপ বাংলাদেশের দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, সরকার, বেসরকারি খাত, উপকারভোগী এবং সকল অংশীজনের প্রতি অব্যাহত সহযোগিতা, আস্থা ও সমর্থনের জন্য সভায় গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এই সমর্থনই সুবিধাবঞ্চিত তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইউসেপ বাংলাদেশের উদ্যোগকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে।

পাঠকের মন্তব্য