ইবিএল-এগ্রিভেঞ্চার কৃষিঋণ সহযোগিতা চুক্তি স্বাক্ষর
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১০ ডিসেম্বর, ২০২৫
কৃষকদের জন্য সহজ ও টেকসই কৃষিঋণ সেবা সম্প্রসারণে পূর্বাঞ্চল ব্যাংক লিমিটেড (ইবিএল) এবং এগ্রিভেঞ্চার লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়িক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ঢাকায় ইবিএলের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইবিএলের পক্ষ থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং এগ্রিভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রাবিব রিদওয়ান চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইবিএলের হেড অব অ্যাসেট মোঃ সালেকীন ইব্রাহিম উপস্থিত ছিলেন। এ ছাড়া এগ্রিভেঞ্চারের পক্ষ থেকে অভিজিত ঘোষ, ম্যানেজার (পিপল অ্যান্ড গ্রোথ স্ট্র্যাটেজি); নাফিজা কানিজ এরেন, ফাইন্যান্স লিড; এবং তারিকুল ইসলাম বায়েজিদ, সিনিয়র ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে কৃষকদের ঋণসুবিধা আরও সহজতর ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কৃষি উদ্যোক্তাদের সহায়তা বাড়ানোর আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।