বড় পরিসরে কিশোরগঞ্জ এসএমই/কৃষি ব্রাঞ্চ উদ্বোধন করলো ব্র্যাক ব্যাংক

গ্রাহকদের আরও উন্নত ও সুবিধাজনক ব্যাংকিং সেবা উপহার দিতে নতুন স্থানে আরও বড় পরিসরে কিশোরগঞ্জর এসএমই/কৃষি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক।

কিশোরগঞ্জ পৌরসভার শাহাব উদ্দিন মসজিদ রোডের হোসেন্দী ট্রেড সেন্টারে অবস্থিত এই নতুন ব্রাঞ্চে গ্রাহকদের জন্য থাকছে সব আধুনিক সুযোগ-সুবিধা, যা উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিতে ভূমিকা রাখবে।

১১ নভেম্বর ২০২৫ ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এই ব্রাঞ্চটি উদ্বোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (উত্তর) এ.কে.এম. তারেক, হেড অব স্মল, কটেজ অ্যান্ড মাইক্রো বিজনেস নজরুল ইসলাম, রিজিওনাল হেড তানভির আহমেদ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা

কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে ব্রাঞ্চটি স্থানান্তর করেছে ব্র্যাক ব্যাংক, যা আধুনিক অবকাঠামো ও সুবিধাজনক ব্যাংকিং সেবার সমন্বয়ে গ্রাহকদের জন্য উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে ডিজিটাল ব্যাংকিং সেবার পাশাপাশি দেশব্যাপী ফিজিক্যাল ব্যাংকিং চ্যানেল নেটওয়ার্ক বিস্তৃত করছে ব্র্যাক ব্যাংক। বর্তমানে ব্যাংকটির ৩০টি ব্রাঞ্চ এবং সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে, যা দেশের সর্বাধিক বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম।

পাঠকের মন্তব্য