প্লে-অফের আশা বাঁচাতে চেন্নাইয়ের বিপক্ষে বোলিংয়ে মুস্তাফিজরা

১১ ম্যাচে ৪ জয়ে মোটে ৮ পয়েন্ট। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না রজস্থান রয়্যালসের। রাউন্ড রবিন পর্ব শেষ হতে চলেছে। মুস্তাফিজুর রহমানদের অবস্থান পয়েন্ট টেবিলের সাত নম্বরে। আজ (শনিবার) নিজেদের ১২তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে রাজস্থান। এ ম্যাচে হারলে কাগজ-কলমে আশা বেঁচে থাকলেও কার্যত শেষ হয়ে যাবে প্লে-অফের স্বপ্ন। শেষ চারে যেতে এই ম্যাচ জিততে হবে রাজস্থানকে।

সমীকরণ মেলাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের অধিনায়ক সাঞ্জু স্যামসন। একাদশে একাধিক পরিবর্তন এনেছে তারা।

রাজস্থান রয়্যালসের পরের দুই ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স (৫ অক্টোবর) ও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে (৭ অক্টোবর)।

রাজস্থান একাদশ: যশস্বী জেসওয়াল, এভিন লুইস, সানজু স্যামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, আকাশ সিং, শিভাম দুবে, রাহুল তেওয়াটিয়া, ডেভিড মিলার, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া ও মায়াঙ্ক মারকান্দে।

চেন্নাই একাদশ: রতুরাজ গায়কওয়াড, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রায়ুডু, এমএস ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, কেএম আসিফ ও জশ হ্যাজেলউড।

পাঠকের মন্তব্য