ছেলের জন্য মাশরাফির যে প্রার্থনা

আজ ৫ অক্টোবর। বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার জন্মদিন। ৩৭ পেরিয়ে ৩৮ পা দিলেন ম্যাশ।

১৯৮৩ সালের আজকের এই দিনটায় নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে জন্মেছিলেন এই কিংবদন্তী ক্রিকেটার। অবাক করা বিষয় যে, মাশরাফির জন্মদিনেই ২০১৪ সালের ৫ অক্টোবর তার ঘর আলো করে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান সাহেল। আজ তাই বাপ-বেটা দুজনেরই জন্মদিন।

বাবা ও ছেলের জন্মদিন একই দিনে। এমন ভাগ্যবান মানুষ হয়তো হাতে গোনা। মাশরাফিও তাদের মধ্যে একজন। নিজের ছেলের সপ্তম জন্মদিনে ছেলেকে বিশেষ বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন বাবা মাশরাফি। 

ছেলের জন্মদিনে খোলা চিঠি লিখেছেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করছেন মাশরাফি। তা হুবুহু তুলে দেওয়া হলো-

প্রিয় সাহেল,

আজ তোর সাত বছর পূর্ণ হলো

তোর জন্মের পর আমার কেমন অনুভুতি ছিল তা পুরোটা মনে নেই, তবে এতটুকু মনে আছে আমি আমার মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।

সম্ভবত এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্মদিন, তোর দাদা-দাদীর অনুভূতি হয়তো একই রকম। ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থতা কিন্তু তোর বাবার ক্ষেত্রে একই রকম হয়েছে। তোর বাবাও কোনোদিন এই দিনের অনুভূতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এই পর্যন্ত অনেকেই সেলিব্রেট করতে চাইলেও তা আর মন থেকে হয়নি। হয়তো পরিস্থিতির শিকার হয়ে দু-এক বার অন্য কিছু করতে হয়েছে। তবে তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার এতে কোনো সন্দেহ নেই, যার জন্য মহান আল্লাহর কাছে আমি চির কৃতজ্ঞ। 

আজ তোর সাত বছর হয়ে গেল, চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস ব্যাপারটা ভাবতেও ভালো লাগে, আবার ভয়টাও আমার ওখানেই। কারণ আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন সেখান থেকে তোর একটা বছর আজ ঝরে গেল। এই ভালো লাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে একটা সুস্থ ও সুন্দর জীবন দান করেন। আর তোর আয়ু অনেক বড় করে দেন।

যে কয়দিন বাঁচবি...

তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে

তোর কান দুটো যেন ভালো কিছু শোনে

তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে

তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে

আর তোর হৃদয় যেন কখনও দুর্বলের জন্য সবল না হয়

মাথা উঁচু করে বেঁচে থাক বাপ

আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন আমি সবার সামনে যেন বলতে পারি আমি সাহেল এক বাবা।

শুভ জন্মদিন বাপ আমার।

পাঠকের মন্তব্য