ভারতের নতুন কোচ হলেন রাহুল দ্রাবিড়

টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রাহুল দ্রাবিড়। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি বলা হয় যে, ‘সুলক্ষণা নায়েক ও আর পি সিংহর উপদেষ্টা কমিটি বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্রাবিড়কে ভারতীয় দলের কোচ হিসাবে নির্বাচিত করেছে। বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফর থেকে দলের দায়িত্ব নেবেন তিনি।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের সঙ্গে যোগ দেবেন দ্রাবিড়। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ হবে কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। যদিও তার অধীনে ভারতের নতুন ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং কোচের নাম এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

বর্তমান কোচ রবি শাস্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করবেন।

কোচ হওয়ার পর রাহুল বলেছেন, “ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হওয়া আমার জন্য সম্মানের এবং আমি সত্যিই এই ভূমিকার জন্য অপেক্ষা করছি। শাস্ত্রী টিম ইন্ডিয়াকে খুব ভালো ভাবে এগিয়ে নিয়ে গেছে এবং আমি এই পারফরম্যান্সকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।

কিছুদিন আগে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার কোচ ছিলেন দ্রাবিড়। এখানে টিম ইন্ডিয়ার বি টিম খেলতে গিয়েছিল।

পাঠকের মন্তব্য