এআইবিএল, এসজেআইবিএল ও আইবিবিএলের বন্ড
ইস্যু ম্যানেজারের দায়িত্বে ইউসিবি ইনভেস্টমেন্ট
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৪ ডিসেম্বর, ২০২১
দীর্ঘ ১৪ বছর পর পুঁজিবাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের (এআইবিএল) মুদারাবা পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু হয়েছে। সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের এক অনুষ্ঠানে এ বন্ডের লেনদেনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ বন্ডের ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
এছাড়াও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) দ্বিতীয় মুদারাবা পারপেচুয়াল বন্ড এবং শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) মুদারাবা পারপেচুয়াল বন্ডের আইপিওর সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে। এ বন্ডগুলোর লেনদেন শিগগিরই ঢাকা স্টক এক্সচেঞ্জে শুরু হবে। যার ইস্যু ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট।