সেমিফাইনালে মেসিকে নিয়ে শঙ্কা, শৃঙ্খলাভঙ্গের দায়ে বাদ পড়তে পারেন
- - নিউজ রুম -
- এডিটর --
- 12 December, 2022
শেষ আটের ম্যাচে নেদারল্যান্ডসের সাথে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর সেমিফাইনালের টিকিট পেয়েছে আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই লা আলবিসেলেস্তেদের সব মনোযোগ এখন সেরা চার নিয়ে। যেখানে ল্যাটিন আমেরিকান জায়ান্টদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ১৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেওয়ার মিশনে লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
আসন্ন ম্যাচটির আগে আর্জেন্টিনার অধিনায়ক এবং অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে বড় ধরনের দুঃসংবাদ দিয়েছে ইনসাইড স্পোর্টস। অস্ট্রেলিয়ার এই খেলাধুলাভিত্তিক প্রচারমাধ্যমটির দাবি, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের কারণে সেমিফাইনালে নাও দেখা যেতে পারে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির তারকা ফরোয়ার্ডকে।
আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচে বেশ কয়েকবার দ্বন্দ্বে জড়িয়ে পড়তে দেখা গেছে দুই দলের খেলোয়াড়দের। পরিস্থিতি এতোটাই খারাপ ছিল যে, দুই দলের সাইড বেঞ্চের খেলোয়াড় এবং কোচিং স্টাফরাও ঝামেলায় জড়িয়ে পড়েন। একের পর এক কার্ড দেখিয়ে উত্যপ্ত পরিস্থিতিতে আরও ঘি ঢালেন দায়িত্বরত রেফারি।
বারবার অখেলোয়াড়সূলভ আচরণ করায় দুই দলের বিরুদ্ধেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ধারণা করা হচ্ছে, দুই দলকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
মেসিকে একজন শান্ত খেলোয়াড় হিসেবেই চেনে সবাই। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাকিদের মতো রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীও মেজাজ হারান। পেনাল্টি থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটা করার পর অদ্ভুত ভঙ্গিতে উদযাপন করেন। এছাড়া তর্কে জড়ান ডাচদের প্রধান কোচ লুইস ফন গালের সাথে।
ওই প্রতিবেদনে ইনসাইড স্পোর্টস জানিয়েছে, সবশেষ ম্যাচে মেসির আচরণ নিয়ে তদন্ত ডিসিপ্লিনারি কমিটির রিপোর্ট তলব করছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে দলের পাশাপাশি বড় ধরনের শাস্তির খড়গে পড়তে হবে মেসিকে। তবে সেটা অর্থের অঙ্কে নয়, ম্যাচে নিষেধাজ্ঞার হিসেবে।