কারা পাবেন এবারের গোল্ডেন গ্লাভস? কে এগিয়ে? 

দেখতে দেখতে শেষ হয়ে আসছে কাতার বিশ্বকাপ, গ্রেটেস্ট শো অন দ্যা আর্থের মঞ্চে চমকে থাকা এবারের আসরের বাকি শুধু সেমিফাইনাল ও ফাইনাল। তাই কার হাতে উঠবে শিরোপা এমন প্রশ্ন যেমন ঘুরপাক খাচ্ছে, তেমনি প্রশ্ন আসছে গোল্ডেন গ্লাভসই বা কে জিতবেন? এই তালিকায় এগিয়ে আছেন মরোক্কোর গোলরক্ষক ইয়াসিন বাউনু, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজে, ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ। 

মরোক্কোর সেমি অবধি আশার পেছনের অন্যতম নায়ক ইয়াসিন বাউনু। প্রতিপক্ষের জন্য তিনি একজন দুর্ভেদ্য প্রাচীর। এবারের আসরের একমাত্র গোলরক্ষক যাকে পাশ কাটিয়ে কেউ এখনো গোলের দেখা পায়নি। বিশ্বকাপে মাত্র এক গোল খেয়েছেন তিনি, সেটিও সর্তীর্থের আত্নঘাতী গোল। বাউনুর সাথে এই লড়াইয়ে থাকা আলভিসেলেদের উটপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজও এই গ্লাভসের অন্যতম দাবিদার। ডাচদের বিপক্ষে ম্যাচের নায়ক হয়েছেন এই আর্জেন্টাইন তারকা। নেদারল্যান্ডসের প্রথম দুইটি পেলান্টি বাজপাখির মতো ক্ষিপ্ততায় ঠেকিয়ে দেন তিনি। রাউন্ড অফ সিক্সটিনে ও কোয়ান্টার ফাইনালের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলের গোলরক্ষক লিভাকোভিচ। ঔই দুই ম্যাচেই টাইব্রেকারে জয় পায় ক্রোয়েশিয়া। 

এই তিন জনের তুলনায় খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি ফরাসি গোলরক্ষক হুগো লরিসকে। আসর জুড়ে দাপট দেখিয়ে শেষ চারে উঠে আসা ফ্রান্সের গোল বারের অতত্রপ্রহরিও যে দেখাতে পারে বড় চমক। শেষ অবধি কার হাতে উঠবে সোনালি গ্লাভস, বউনু, লিভাকোভিচ, মার্টিনেজ নাকি খানিকটা পিছিয়ে থাকা লরিসের হাতে। সে অপেক্ষায় ফুটবল বিশ্ব।

পাঠকের মন্তব্য