দেশে প্রথমবারের মতো দাঁত প্রতিস্থাপন প্রযুক্তি নিয়ে আলোচনা
- - নিউজ রুম -
- এডিটর --
- 3 October, 2023
দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিখ্যাত দাঁত প্রতিস্থাপন কোম্পানি ‘অস্টেম ইমপ্লান্ট’ বাংলাদেশে আগামী ৬ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এক আলোচনাসভার আয়োজন করতে যাচ্ছে। উক্ত আলোচনার মাধ্যমে বাংলাদেশের ডেন্টাল ইন্ডাস্ট্রিতে দাঁত প্রতিস্থাপন ব্যাবস্থায় বিশেষ ভাবে সহোযোগীতা করবে বলে আশা করছেন আয়োজক প্রতিষ্ঠানটি।
আলোচনাসভায়, বিশেষজ্ঞগণ দাঁত প্রতিস্থাপন এবং প্রযুক্তিগত সমাধানের বিষয়গুলো তুলে ধরবেন। স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিমান দাঁতের ডাক্তারগণ অংশ গ্রহণ করবেন ।
কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডাঃ হুমায়ুন কবির বুলবুল, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়নের মহাপরিচালক ডাঃ মোশাররফ হোসেন খন্দকার এবং ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল পরিচালক ডাঃ মোঃ বোরহান উদ্দিন হাওলাদার সহ আরো অনেকে উপস্থিত থাকবেন।
প্রফেসর পার্ক চ্যাং জু, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগ, ডেন্টিস্ট্রি বিভাগ, কলেজ অফ মেডিসিন, হ্যানিয়াং ইউনিভার্সিটি, সিউল, কোরিয়া, মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।