এন্ড্রিক কি পারবেন ব্রাজিলের ভার বইতে!
- - নিউজ রুম -
- এডিটর --
- 14 May, 2024
নেইমার যে কোপা আমেরিকা খেলতে পারবেন না, তা আরও ছয় মাস আগেই জানিয়ে দিয়েছিলেন ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। কাতার বিশ্বকাপের সেরা গোলটি করা রিচার্লিসনও শুক্রবার ঘোষিত ব্রাজিলের কোপা দলে নেই। এমনকি আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসও নেই। এসব তারকার অনুপস্থিতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের ২৩ জনের স্কোয়াডে চমক হলেন এন্ড্রিক। ১৭ বছরের এ ফরোয়ার্ড কি পারবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রত্যাশা মেটাতে!
পালমেইরার্সের টিনএজ স্ট্রাইকার এন্ড্রিক অবশ্য এরই মধ্যে আগামীর তারকা হিসেবে পরিচিতি পেয়ে গেছেন। অমিত প্রতিভা দেখে ২০২২ সালের ১৫ অক্টোবর এন্ড্রিককে দলে ভিড়িয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। চুক্তি করলেও বয়সের বেড়াজালের কারণে এতদিন স্প্যানিশ জায়ান্টদের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। আসছে জুলাইয়ে বয়স ১৮ হওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেবেন তিনি। অবশ্য রিয়াল মাদ্রিদে আসার আগেই তারকা খ্যাতি পেয়ে গেছেন এন্ড্রিক। ব্রাজিলের হয়ে চারটি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। এর মধ্যে গত ২৩ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে ওয়েম্বলিতে প্রথম আন্তর্জাতিক গোল করেন। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোলটি দিয়ে ভালোই আলোড়ন ফেলেছিলেন তিনি। ২১ ম্যাচ পর সেটি ছিল ওয়েম্বলিতে স্বাগতিকদের প্রথম হার। তিন দিন পর স্পেনের বিপক্ষে ৩-৩ ড্র হওয়া ম্যাচেও গোল করেছিলেন এন্ড্রিক।
ব্রাজিলের কোপা দলে রিয়ালের দুই তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো আছেন। রিয়ালের লা লিগা জয় ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার পেছনে এ দু’জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু বিশ্বফুটবলে প্রতিষ্ঠা পেয়ে যাওয়া এ তারকাকে ছাপিয়ে পাদপ্রদীপের আলোয় চলে এসেছেন এন্ড্রিক। সেন্টার ফরোয়ার্ড বলেই হয়তো তাঁর কাছে প্রত্যাশা বেশি। মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বব্যাপী ব্রাজিলের কোটি কোটি সমর্থকের প্রত্যাশার চাপে না আবার ভেঙে পড়েন তিনি।
ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অরের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখা হচ্ছে। কিন্তু ব্রাজিল বস দরিভাল জুনিয়রই ভিনিকে একটু আড়ালে রাখতে চাচ্ছেন, ‘আমরা কোনো একক তারকার ওপর নির্ভর করতে চাই না। দায়িত্ব ভাগ করে দিলে দল হিসেবে গড়া ওঠা সহজ হয়। এ রকম মানের বেশ কয়েকজন খেলোয়াড় পাওয়াটা অবশ্যই দারুণ বিষয়।’
ব্রাজিল দলে সেন্টার ফরোয়ার্ড আছেন আরও একজন, এফসি পোর্তোর ফরোয়ার্ড ইভানিলসন। প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পাওয়া ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ডকে চিত্তাকর্ষক খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছেন ব্রাজিলের কোচ। দারুণ ফর্মেও আছেন তিনি। চলতি মৌসুমে পোর্তোর হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি পাঁচটি গোল করিয়েছেনও। এ ছাড়া জিরোনার হয়ে লা লিগায় দাপট দেখানোর পুরস্কার হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন উইঙ্গার স্যাভিনহো।