গ্লোবাল ইসলামী ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
- - নিউজ রুম -
- এডিটর --
- 5 September, 2024
গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পর্ষদের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
পর্ষদ সদস্য মো. জামাল মোল্লা, নুরুল ইসলাম খলিফা, অধ্যাপক আবু হেনা রেজা হাসান, মু. মাহমুদ হোসেন, এফসিএ, এমডি সৈয়দ হাবিব হাসনাতসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের সার্বিক আর্থিক অবস্থা গভীরভাবে পর্যালোচনা করা হয়।
সভায় আমানতকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক স্বল্প সময়ে সংকট কাটিয়ে উঠতে বাস্তবসম্মত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়।