সাকিবের বাবা করোনায় আক্রান্ত

বাংলাদেশি ক্রিকেটারদের পরিবারে করোনার হানা চলছেই। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সাকিব আল হাসানের বাবা সৈয়দ মাশরুর রেজা। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, ‘সাকিবের বাবা সৈয়দ মাশরুর রেজার করোনা পরীক্ষার ফল পজেটিভ।’

সাকিবের বাবা মাশরুর রেজা পেশায় ব্যাংক কর্মকর্তা। তিনি যে ব্রাঞ্চে কাজ করেন, সেখানে ইতিপূর্বে কয়েকজনের কোভিড-১৯ ধরা পড়ে। গত বৃহস্পতিবার থেকে জ্বর অনুভব করছিলেন মাশরুর রেজা। শনিবার করোনা টেস্ট করা হয় তার । ফল পজেটিভ আসার পর নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন মাশরুর রেজা।

আর মাগুরার সিভিল সার্জন ডাক্তার প্রদীপ সাহা জানিয়েছেন, সাকিবের বাবা শারীরিকভাবে সুস্থ আছেন।

সাকিব এখন স্ত্রী-সন্তানদের সঙ্গে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। 
 

পাঠকের মন্তব্য