কানাডিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি ওয়াটার ড্রোন
- - নিউজ রুম -
- এডিটর --
- 1 October, 2024
বিপর্যয় ও দুর্যোগের সময় বিশেষ করে বন্যা পরিস্থিতিতে, যখন সড়কপথ বন্ধ হয়ে যায় এবং মানুষের কাছে জরুরি ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন হয়ে পড়ে, তখন এই ড্রোনটি হয়ে ওঠে এক আশীর্বাদ। "R.A.F.T" (Relief Assistance Floating Transport) নামের এই ড্রোনটি জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করতে সক্ষম, বিশেষ করে তাদের জন্য যাদের কাছে পৌঁছানো সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায়।
ড্রোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে ৭ কেজি পর্যন্ত পেলোড বহন করার ক্ষমতা এবং ২ কিলোমিটার পরিসীমা পর্যন্ত কার্যকর কার্যক্ষমতা। এই উদ্ভাবনটি নিশ্চিত করবে, বিপর্যয়ের সময়ে সহায়তা দ্রুত এবং সঠিক জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।