খাবার ডেলিভারি দিলেন ইভ্যালির সিইও!
- - নিউজ রুম -
- এডিটর --
- 30 October, 2020
ই-ফুডে খাবারের অর্ডার দেন নাঈম নামের এক যুবক। বাসায় হঠাৎ খাবার ডেলিভারি নিয়ে হাজির হন অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। এতেই অবাক হয়ে যান নাঈম নামের ওই যুবক।
বিষয়টি নিয়ে নাঈম বলেন, রাসেল স্যার আমার জন্য খাবার নিয়ে এল, এতটা সারপ্রাইজ হবো চিন্তাই করতে পারিনি।
এসময় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, তার জন্য অনেক ভালোবাসা রইলো।
এ বিষয়ে মোহাম্মদ রাসেল বলেন, আজকে আমি গুলশান এলাকায় ডেলিভারি দিয়েছি। আগামী সপ্তাহে মিরপুর পরিদর্শন করবো। এভাবে আমি পুরো দেশই কভার করার চেষ্টা করবো ইন শাহ আল্লাহ।