২০২৬ সাল নাগাদ ভারতে ৩৩ কোটি ফাইভজি গ্রাহক

আগামী পাঁচ বছরে অর্থাৎ ২০২৬ সাল নাগাদ ৩৩ কোটি ফাইভজি গ্রাহক থাকবে ভারতে। এছাড়া, এই সময়ে প্রতি স্মার্টফোনে মাসে ৪০ গিগাবাইট পর্যন্ত ডেটা ব্যবহার হবে বলে জানিয়েছে টেলিকম যন্ত্রাংশ নির্মাতা এরিকসন। খবর পিটিআই।

এরিকসন মোবিলিট রিপোর্ট ২০২১ এ দেখা গেছে বর্তমানে ভারতে প্রতিমাসে একটি স্মার্টফোনে গড়ে ১৪ দশমিক ছয় গিগাবাইট ডেটা ব্যবহৃত হয়। সারা বিশ্বের মধ্যে এই হার দ্বিতীয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে ৮৬ কোটি ফাইভজি গ্রাহক ২০২৬ সালে ৮৩ কোটিতে উন্নীত হবে। ২০২৬ নাগাদ দেশটিতে মোট স্মার্টফোন ব্যবহারকারীর মতো ফাইভজি গ্রাহকের সংখ্যা হবে প্রায় ২৬ শতাংশ, সংখ্যার হিসেবে সেটি প্রায় ৩৩ কোটি।

পাঠকের মন্তব্য