ইউডি ফিঙ্গারপ্রিন্ট ও দুই আকারে আসবে আইফোন ১৪
- - নিউজ রুম -
- এডিটর --
- 25 June, 2021
স্বনামধন্য অ্যাপল বিশ্লেষক মিং-ছি কুউ আরেকটি ইনভেস্টরস নোট প্রকাশ করেছেন, যেখানে ২০২২ সালে বাজারে আসতে যাওয়া আইফোনের সম্পর্কে কিছু দারুন তথ্য রয়েছে। প্রথমত, ছয় দশমিক এক ইঞ্চি এবং ছয় দশমিক সাত ইঞ্চি আকারের ডিসপ্লে নিয়ে আসবে আগামী বছরের আইফোন।
দুইটি আকারে সর্বমোট চারটি মডেলে পাওয়া যাবে ‘আইফোন ১৪’ নামক সিরিজের ফোন। মডেলগুলো হলো- আইফোন ১৪, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।
সবচেয়ে মজার বিষয় হলো, ভ্যানিলা ম্যাক্স হবে ছয় দশমিক সাত ইঞ্চির সবচেয়ে কমদামি ফোন। আর এই ফোনটির বাজারমূল্য হতে পারে ৯০০ ডলারেরও কম।
তবে আইফোন ১৪ এর সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো এর হার্ডওয়্যার আপগ্রেড। ফোনটির প্রো মডেলে নিজেদের তৈরি আন্ডার-ডিসপ্লে টাচ আইডি এবং পিছনে ৪৮ মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা হবে।