ইনিংস হারে গলের অর্জন কলম্বোয় বিসর্জন

গল টেস্টে ড্র করলেও ব্যাটে-বলে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তিন সেঞ্চুরি ও এক ফাইফারে অর্জনের পাল্লা ভারি ছিল শান্তদের। ওই টেস্টের আত্মবিশ্বাস নিয়ে কলম্বো টেস্ট শুরু করলেও ইনিংস ও ৭৮ রানের বড় ব্যবধানে হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। গল টেস্টের অর্জন কলম্বোর ঠিক পরের টেস্টেই বিসর্জন দিয়েছে। ১-০ ব্যবধানে সিরিজ হেরে টেস্টে বাংলাদেশ দলের ধারাবাহিকতা নিয়ে পুরনো প্রশ্নও থেকেই গেছে।  

শ্রীলঙ্কার ২১১ রানের লিডে চাপা পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় দিন ৩৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৫ রান করে শেষ করেছিল সফরকারীরা। ইনিংস হার থেকে ৯৬ রান পিছিয়ে ছিল। চতুর্থ দিন সকালে ৫.৪ ওভার স্থায়ী হয় লিটন দাসদের ইনিংস। ফিল সিমন্সের দল ৪৪.২ ওভারে অলঅউট হয় মাত্র ১৩৩ রান করে।

তৃতীয়-চতুর্থ দিনে স্পিনের ঘূর্ণি: মেঘ থাকায় গল টেস্টের তৃতীয় ও চতুর্থ দিন উইকেটে তেমন পরিবর্তন আসেনি। তবে কলম্বোয় তৃতীয় ও চতুর্থ দিন স্পিনের ঘূর্ণি দেখিয়েছে লঙ্কানরা। স্পিনের সামনে দাঁড়াতে না পেরে শুরুতে শট খেলার পথ বেছে নিয়ে আউট হন নাজমুল শান্ত-মুশফিকুর রহিমরা। চতুর্থ দিনের পঞ্চম বলে লিটন আউট হন। পরেই ধসে যায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বাধিক রান মুশফিকের ২৬। এনামুল বিজয় ও নাজমুল শান্ত ১৯ করে রান যোগ করেন। মুমিনুল ফিরে যান ১৫ রান করে।  

প্রবাথ জয়সুরিয়ার ফাইফার: টেস্টে শ্রীলঙ্কার মূল স্পিনার প্রবাথ জয়সুরিয়া। গলে তিনি সুবিধা করতে পারেননি। তবে কলম্বোয় দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার বল করে ৫৬ রান দিয়ে ৫ উইকেট নেন। অন্য দুই স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা ও থারিন্ডু রত্নায়েকে নেন দুটি করে উইকেট। 

পাঠকের মন্তব্য