এক মিনিটে ৭৭ মিলিয়ন ডলারের অনার ৫০ সিরিজ বিক্রি
- - নিউজ রুম -
- এডিটর --
- 27 June, 2021
চীনের বাজারে বিক্রি শুরু হয়েছে অনার ৫০ এবং অনার ৫০ প্রো মডেলের। আর শুরুতেই বাজিমাত করেছে নতুন এই স্মার্টফোন। চীনের কোম্পানিটি জানিয়েছে, বিক্রি শুরুর মাত্র এক মিনিটেই ৭৭ মিলিয়ন ডলারের অধিক মূল্যের অনার ৫০ সিরিজ স্মার্টফোন বিক্রি হয়েছে দেশটিতে।
বর্তমানে শুধুমাত্র চীনের বাজারে অনার ৫০ ও অনার ৫০ প্রো পাওয়া যাচ্ছে। গুগল মোবাইল সার্ভিসেস প্রি-ইনস্টল শেষ করে ইউরোপের বাজারেও এটি ছাড়া হবে বলে নিশ্চিত করেছে অনার।
হুয়াওয়ে পি৫০ সিরিজ থেকেই অনুপ্রাণিত হয়ে অনারের এই দুটি ফোনের অধিকাংশ ডিজাইন করা হয়েছে। উভয় ফোনেই রয়েছে স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট। তবে এন্ট্রি লেভেলের ৫০ এসই মডেলে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট।
প্রো মডেলটিতে রয়েছে ১২০ হার্টস রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজ্যুলেশনের ৬.৭২ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। তবে নন-প্রো মডেলটিতে রয়েছে একই স্পেসিফিকেশনের ৬.৫৭ ইঞ্চির ডিসপ্লে।
অনার ৫০ মডেলে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি কাট আউট ক্যামেরা থাকলেও প্রো মডেলের ডুয়াল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মেইন সেলফি ক্যামেরা হিসেবে ৩২ মেগাপিক্সেল এবং আল্ট্রাওয়াইড হিসেবে ১২ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে।