৮২ বছরের রেকর্ড ভেঙে আটে ইতালি
- - নিউজ রুম -
- এডিটর --
- 27 June, 2021
যেন দুর্ভেদ্য এক দেয়াল গড়ে তুলেছিল অস্ট্রিয়া। কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে অতিরিক্ত সময়ে গিয়ে জালের দেখা পেল ইতালি। খানিক পর আরেকটি। শেষ দিকে ব্যবধান কমিয়ে রোমাঞ্চ ছড়াল প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব পেরুনো দলটি। তবে রুখতে পারল না রবের্তো মানচিনির ছোঁয়ায় অজেয় হয়ে ওঠা ইতালিয়ানদের।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার রাতে শেষ ষোলোয় ২-১ গোলে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইতালি। তাদের গোলদাতা দুই বদলি খেলোয়াড়। ফেদেরিকো চিয়েসা ডেডলক ভাঙার পর ব্যবধান বাড়ান মাত্তেও পেস্সিনা। অস্ট্রিয়ার একমাত্র গোলটি করেন সাসা কালাজিচ।
দারুণ এই জয়ে ৮২ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙেছে ইতালি; নিজেদের ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। তারা সবশেষ হেরেছিল ২০১৮ সালে, পর্তুগালের বিপক্ষে নেশন্স লিগে।
১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা।