তরুণদের জন্য রিয়েলমির টেক-ট্রেন্ডি ওয়্যারলেস ইয়ারবাডস
- - নিউজ রুম -
- এডিটর --
- 21 June, 2020
টেক-ট্রেন্ডসেটার স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আজ ২১ জুন একটি অনলাইন লঞ্চের মাধ্যমে ব্র্যান্ডের সিক্স সিরিজের নতুন সংযোজন রিয়েলমি সিক্স আই এবং কোম্পানির এআইওটি অডিও ডিভাইস রিয়েলমি বাডস এয়ার নিও বাজারে এনেছে।
রিয়েলমি বাডস এয়ার নিও – তরুণদের জন্য টেক-ট্রেন্ডি ওয়্যারলেস ইয়ারবাডস
রিয়েলমি বাডস এয়ার নিও-তে ব্যবহার করা হয়েছে আর ওয়ান অডিও চিপসেট, যা আপনার ফোনের সাথে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করবে। মাত্র ১১৯.২ মিলিসেকেন্ডের সুপার লো ল্যাটেন্সিতে গেমিং বা সিনেমা দেখার সময় ভিডিও এবং অডিও মাঝে নিখুঁত মেলবন্ধন তৈরি করবে। চমকপ্রদ অডিও অভিজ্ঞতার জন্য ১৩ মিলিমিটারের বড় উন্নত মানের পলিইউরেথেন ও টাইটানিয়ামের বেস বুস্ট ড্রাইভার ব্যবহার করা হয়েছে। একবার চার্জে টানা ৩ ঘন্টা গান শোনা আর চার্জিং কেসের ব্যবহারে গান শোনার সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘন্টায়। রিয়েলমি বাডস এয়ার নিও খুব শিগগিরই সারা দেশব্যাপী পাওয়া যাবে। এ বছর মে মাসে রিয়েলমি ১ মিলিয়ন স্মার্ট অডিও এআইওটি পণ্যের বিক্রয়ের রেকর্ড করে, যার ভেতর রিয়েলমি বাডস এয়ার নিও ও রিয়েলমি বাডস অয়্যারলেসও ছিলো। এছাড়া পার্সোনাল, সোশ্যাল এবং ট্রাভেল – তিনটি ক্ষেত্রেই তরুণ ভোক্তাদের টেক-ট্রেন্ডসেটার লাইফস্টাইলের জন্য নানান এআইওটি সামগ্রীও এনে "বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান এআইওটি ব্র্যান্ড" হিসেবে নিজেদের প্রমাণ করতে চায় রিয়েলমি।