কোপার টুর্নামেন্ট সেরা একাদশের তালিকা প্রকাশ, নেই ডি মারিয়া
- - নিউজ রুম -
- এডিটর --
- 14 July, 2021
কোপার টুর্নামেন্ট সেরা একাদশে নেই ডি মারিয়া। এদিকে কোপার সেরা একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই আধিপত্য দেখা গেছে। এই তালিকায় দেশটির ৪ জন ফুটবলারকে রাখা হলেও তালিকায় জয়গা হয়নি আনহেল ডি মারিয়ার!
যিনি ফাইনালে গোল করে আলবিসেলেস্তেদের জিতিয়ে ২৮ বছরের শিরোপার খরা ঘুচিয়েছেন। হয়েছেন ম্যাচসেরা।
অনুমিতভাবেই কোপা আমেরিকার সেরা একাদশে রাখা হয়েছে লিওনেল মেসি ও দলকে নকআউটপর্ব পার করে দেওয়া গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেসকে। চ্যাম্পিয়ন দল থেকে একাদশে সুযোগ পাওয়া বাকি দুজন হলেন- ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো, মিডফিল্ডার রদ্রিগো দি পল।
তিন ব্রাজিলিয়ানের মধ্যে অনুমিতভাবেই জায়গা পেয়েছেন নেইমার। মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। ব্রাজিলের বাকি দুইজন হলেন- ডিফেন্ডার মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো।
কোপা আমেরিকার সেরা একাদশ:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।
ডিফেন্ডার: ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (একুয়েডর) ও মাউরিসিও ইসলা (চিলি)।
মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), কাসেমিরো (ব্রাজিল) ও ইয়োশিমার ইয়োতুন (পেরু)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।