মোস্তাফিজকে মোকাবিলার পথ খুঁজছে অস্ট্রেলিয়া
- - নিউজ রুম -
- এডিটর --
- 5 August, 2021
অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারের তৃতীয় বল। স্ট্রাইক প্রান্তে অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। বোলিং প্রান্তে মোস্তাফিজুর রহমান। প্যাডেল করতে চেয়েছিলেন ওয়েড। কিন্তু মায়াবী স্লোয়ার ব্যাট মিস করে উড়িয়ে দেয় ওয়েডের স্টাম্প। হতভম্ব ওয়েড বিশ্বাসই করতে পারছেন না তার স্টাম্প নেই। চোখে-মুখে রাজ্যের হতাশা।
বুধবার (৪ আগস্ট) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ‘মোস্তাফিজ সমস্যা’র কোনো সমাধান খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। ওয়েডের উইকেট ছাড়াও নিয়েছেন আরো ২ উইকেট। ৪ ওভারের মধ্যে ১১টি ডট বল করেছেন। ডেথ ওভারে টানা ২ উইকেট নিয়ে অজিদের হারের চিত্রনাট্য লেখেন। সেই ফিজকে মোকাবিলার পথ খুঁজছে অস্ট্রেলিয়া।
তাইতো মোস্তাফিজকে নিয়ে এক অস্ট্রেলিয়ান সাংবাদিকের করা প্রশ্নে অ্যাস্টন অ্যাগার এক বাক্যে বলে দিলেন, 'সে সত্যিই ডিফিকাল্ট কাস্টমার।'
অ্যাগার আরো বলেন, 'সে সত্যিই ভালো বোলার। স্লো বল করার যে সামর্থ্য তার আছে। স্লো মোশনে দেখলে বুঝতে পারবেন সে বল করে কবজি ও আঙুল দিয়ে। এটা অনবদ্য দক্ষতা। অসাধারণ পরিবর্তন।'
টানা দুই ম্যাচ হেরে বিপর্যস্ত অস্ট্রেলিয়া এবার মোস্তাফিজকে মোকাবেলার পথ খুঁজছে। অ্যাগার বললেন, 'তার বলগুলো খুব ধীর গতিরও নয়, তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। উইকেটে পড়ে বলগুলো হয় ধীর গতির, নয়তো অনেক টার্ন করতে পারে। আবার কখনো নাও হতে পারে। তার বোলিং সত্যিই খুবই বৈচিত্র্যে ভরা। সে বল হাতে যতটা সম্ভব সুযোগ তৈরি করতে পারে। আমি মনে করি তার অধিকাংশ বলই ধীর গতির। তাকে মোকাবিলা করার পথ আমাদের খুঁজে বের করতে হবে।'
শুধু দ্বিতীয় ম্যাচেই নয়, প্রথম ম্যাচেও ভুগিয়েছেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার মধ্যে ডট বলই ১২টি। অজিরা বাংলাদেশে পা রেখেই স্পিন নিয়ে ভয়ের কথা জানিয়েছিলেন। তার মধ্যে এবার যোগ হলো মোস্তাফিজের বোলিং। সবকিছু মিলিয়ে সফরকারীরা বিরাট সমস্যার মধ্যেই।