স্যামসাংকে টপকে শীর্ষে শাওমি

চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে ইউরোপে স্মার্টফোন শিপমেন্টে কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাংকে ছাড়িয়ে শীর্ষে পৌঁছে গেল চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। এর আগে তারা অ্যাপলকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল, এবার স্যামসাংকে ছাড়িয়ে গেল।

কোভিড-১৯ এর পরের ব্যবসায়িক পরিবেশে ধীরে ধীরে প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা প্রসার করছিল। এরই ভেতর ইউরোপের বাজার দখল করে নিল চীনা প্রতিষ্ঠানটি। তাদের ফোন মূলত রাশিয়া, ইউক্রেন, স্পেন এবং ইটালিতে বেশি বিক্রি হয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্স নামের গবেষণা প্রতিষ্ঠানের তথ্যমতে, এ বছরের দ্বিতীয় তিন মাসে অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টারে শাওমি ১২ দশমিক ৭ মিলিয়ন ফোন শিপমেন্ট করেছে ইউরোপের বাজারে, যা গত বছরের তুলনায় ৬৭ দশমিক ১ শতাংশ বেশি। অন্যদিকে স্যামসাং শিপমেন্ট করেছে ১২ মিলিয়ন ফোন যা তাদের গত বছরের তুলনায় ৭ শতাংশ কম। তারপরও বছরের সকল ফোনের হিসাব করলে স্যামসাংই শীর্ষে অবস্থান করছে। শুধুমাত্র দ্বিতীয় কোয়ার্টারে শাওমি স্যামসাংকে অতিক্রম করলো। এখনো এ বছরের ৬ মাস বাকি। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষেও ইউরোপে স্যামসাংকে ছাড়িয়ে যাওয়া শাওমির পক্ষে অসম্ভব কিছুনা।

অন্যদিকে শীর্ষে যেতে না পারলেও অ্যাপল তাদের ব্যবসা প্রসার করছে। মূলত আইফোন ১২ দিয়ে তারাও ইউরোপে গতবছরের তুলনায় ১৫ দশমিক ৭ শতাংশ বেশি ফোন অর্থাৎ ৯ দশমিক ৬ মিলিয়ন ফোন শিপমেন্ট করেছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের তথ্যমতে, শীর্ষ পাঁচের অন্য দুটি প্রতিষ্ঠান যথাক্রমে অপ্পো ও রিয়েলমি। সব মিলিয়ে এ বছরের প্রথম ৬ মাসে ৫০ দশমিক ১ মিলিয়ন ফোন শিপমেন্ট হয়েছে ইউরোপের দেশগুলোতে, যা গত বছরের তুলনায় ১৪ দশমিক ৪ শতাংশ বেশি। প্রকাশিত তথ্য থেকে বোঝা যায়, ইউরোপ করোনা পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে, যদিও এশিয়ায় দিনকে দিন পরিস্থিতি অবনতির দিকেই যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায়।

পাঠকের মন্তব্য