আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স অর্জন করলো ইবিএল
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ ডিসেম্বর, ২০২৫
কর্পোরেট গভর্ন্যান্সে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ১২তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স-এ জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) । পুরস্কার প্রদান অনুষ্ঠানটি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।
গালা এওয়ার্ড অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী। অনুষ্ঠানে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও কর্পোরেট খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার প্রাপ্তি উপলক্ষে নিজস্ব প্রতিক্রিয়া ব্যক্ত করে আলী রেজা ইফতেখার বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে ধারাবাহিক এই স্বীকৃতি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ -- পুরস্কারের সংখ্যার জন্য নয়, বরং এর মাধ্যমে মূল্যবোধ, শৃঙ্খলা এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে”।
২০১৩ সালে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড চালু হওয়ার পর থেকে ইবিএল এ পর্যন্ত মোট ছয়টি গোল্ড, চারটি সিলভার ও দুটি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা ব্যাংকটির মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ও শক্তিশালী শৃঙ্খলাপূর্ণ কর্পোরেট গভর্ন্যান্স সংস্কৃতির প্রতিফলন।
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স বাংলাদেশে কর্পোরেট গভর্ন্যান্সের একটি গুরুত্বপূর্ণ মানদ- হিসেবে বিবেচিত, যা প্রতিষ্ঠানসমূহকে নৈতিক আচরণ, স্বচ্ছতা এবং কার্যকর কৌশলগত তদারকিতে উৎকর্ষতা অর্জনে উৎসাহিত করে।