প্রাইম ব্যাংক-এর সাথে সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ ডিসেম্বর, ২০২৫
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি.-এর সাথে পে -রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার ডেভলপমেন্ট কোম্পানি সেলিস বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি।
এই চুক্তির আওতায় সেলিস বাংলাদেশ লিমিটেড-এর কর্মীরা প্রাইম ব্যাংক থেকে বিশেষ ও আকর্ষণীয় কিছু ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন, যার মধ্যে রয়েছে- ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, কাস্টমাইজড লোন ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকার ভিত্তিতে কনজ্যুমার ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগের সুবিধা।
প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব ইমার্জিং মার্কেট মো. আসিফ বিন ইদ্রিস এবং সেলিস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জুলিয়ান অ্যান্ড্রিন ওয়েবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি.-এর পক্ষে আরও উপস্থিত ছিলেন- মো. এনামুল কবির, ইভিপি ও রিজিওনাল হেড, ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক; মোহাম্মদ জুবায়ের, ভিপি ও টিম হেড, ইমার্জিং মার্কেট, এইচ এম মামুন এভিপি এবং রিলেশনশিপ ম্যানেজার ইমার্জিং মার্কেট; হাসিনা ফেরদৌস, ভিপি ও হেড অফ পেরোল ব্যাংকিং। এছাড়া সেলিস বাংলাদেশ লিমিটেড-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. রিয়াজ আহমেদ, হেড অফ অ্যাডমিন ও কোম্পানি সেক্রেটারি; কাজী আদনান রায়হান, প্রিন্সিপাল অ্যাডমিন ম্যানেজার সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।