প্রিমিয়াম সুইটসের পণ্যে ভেজাল, সিইওকে ৬ লাখ টাকা জরিমানা
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৮ ডিসেম্বর, ২০২৫
ঘি ও টমেটো সসে ভেজালের অভিযোগে দায় স্বীকার করে ৬ লাখ টাকা জরিমানা দিয়েছেন প্রিমিয়াম সুইটসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এইচএম ইকবাল। এ ঘটনায় তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানাও প্রত্যাহার হয়। বুধবার (১০ ডিসেম্বর) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বীথির আদালতে জরিমানা পরিশোধের পর তিনি মামলার দায়মুক্তি পান।
প্রতিষ্ঠানটির হেড অব করপোরেট অ্যাফেয়ার্স মাহবুবুর রহমান বকুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিসিএসআইআর পরীক্ষায় পণ্য মানসম্মত প্রমাণিত হলেও আদালতে চ্যালেঞ্জ করা হলে দীর্ঘ প্রক্রিয়ার মুখোমুখি হতে হতো। সিইও বিদেশে থাকার কারণে তা আরও জটিল ও ব্যয়বহুল হয়ে যেত। তাই নিরাপদ খাদ্য আদালতের রায় মেনে নেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারে প্রিমিয়াম সুইটস বাই সেন্টালের ঘি ও টমেটো সস পরীক্ষা করে মান অনুপযুক্ত পাওয়া যায়। ঘিতে সাবানিকরণ মানের ঘাটতি, দুগ্ধ চর্বির পরিমাণ কম এবং আয়োডিনের মাত্রা অস্বাভাবিকভাবে বেশি পাওয়া যায়। টমেটো সসের ক্ষেত্রেও মিশ্রিত কঠিন বস্তুর স্বল্পতা, অম্লতার ঘাটতি ও নির্ধারিত মাত্রার চেয়ে বেশি বেনজয়িক এসিড পাওয়া যায়।
এই ভেজাল পণ্যের কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছে উল্লেখ করে মামলা করেন দক্ষিণ সিটির নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান। এজাহারে বলা হয়, এসব পণ্য বিশেষ করে শিশুদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং হার্ট ব্লক বা স্নায়ুজনিত জটিলতার মতো সমস্যার আশঙ্কা রয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, পূর্বে প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গেলে বাধার কারণে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি।