দেশব্যাপী ইবিএল বাইক ট্যুরের যাত্রা শুরু

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) দেশব্যাপী বাইক ট্যুরের দ্বিতীয় সংস্করণ “ইবিএল মিশন বাংলাদেশ রিটার্নস” এর উদ্বোধন করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা প্রচার এবং সারাদেশে কমিউনিটি এনগেজমেন্ট আরও জোরদার করা।

গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এ ট্যুরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার বাইকারদের হাতে মোটরবাইক নিরাপত্তা সরঞ্জাম তুলে দেন।

বাইকার দলে রয়েছেন সাদমান মোস্তফা, রাসেল হোসেন পাটোয়ারী, মিজানুর রহমান এবং এ. এম. এম. আফসারুর রহমান ভূইয়া। বাংলাদেশের ৬৪টি জেলায়  ভ্রমণকালে বাইকরা  বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা ও পরিবেশ সংরক্ষণে ৩,০০০টি গাছের চারা রোপণ, সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় বাইকিং কমিউনিটির সঙ্গে সমন্বয়, এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভাবনা তুলে ধরে টেকসই পর্যটনকে উৎসাহিত করাÑবিশেষ করে পাহাড়ি ও নৈসর্গিক অঞ্চলে।

এ সময় বাইকাররা স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সততা, নৈতিকতা ও মূল্যবোধভিত্তিক চর্চার গুরুত্ব তুলে ধরবেন, পাশাপাশি ব্যাংকিং খাতে উত্তম চর্চা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবেন।

এই উদ্যোগের অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এসিআই মোটরস লিমিটেড। প্রতিষ্ঠানটি ইয়ামাহা এফজেড ২৫ মোটরবাইক স্পনসর করেছে এবং বাইকারদের এই অনুপ্রেরণাদায়ক দেশব্যাপী ভ্রমণে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
 

পাঠকের মন্তব্য