আরও আগেই বিয়ে সেরেছেন জেফার-রাফসান!
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৫ জানুয়ারী, ২০২৬
বর্তমানে শোবিজে সবচেয়ে চর্চিত বিষয় হল সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর। প্রথম স্ত্রীর সঙ্গে দুই বছর আগে বিচ্ছেদের পর রাফসানের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা কম হয়নি।
বুধবার (১৪ জানুয়ারি) নিজেদের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নবদাম্পত্য জীবনের জানান দেন এই জুটি। তাদের ঘনিষ্ঠজনদের থেকেও এদিনই তাদের বিয়ে হওয়ার খবরটি জানা গিয়েছিল। আলোচিত এই যুগলের বিয়ে নিয়ে এবার জানা গেল নতুন খবর, গত বুধবার নয় আরও আগেই নাকি গাঁটছড়া বেঁধেছেন জেফার-রাফসান!
তাদের বিয়েতে উপস্থিত এক পরিচালক গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন। সেই নির্মাতা জানান, গত ১০ জানুয়ারি (শনিবার) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর (বুধবার) বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তীতে কেবল আনুষ্ঠানিকতা সারেন।
পরিচালকের বরাত অনুসারে, শনিবারই ঘরোয়া আয়োজনে তাদের হলুদ ও বিয়ে হয়েছে । আর বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানস্থল।
আলোচিত দম্পতির এই বিয়ের আয়োজনে মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ শোবিজের অনেক তারকাই উপস্থিত ছিলেন। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানা গেছে।