৫০ টাকায় অফিসের আসার সুযোগ দিচ্ছে অ্যাপভিত্তিক কার সেবা প্রতিষ্ঠান ‘যাবো’
- - নিউজ রুম -
- এডিটর --
- 17 November, 2021
দিন দিন জনপ্রিয় হচ্ছে অনলাইন সেবা। অনলাইনের মাধ্যমে ঘরে বসেই মিলছে সকল সমস্যার সমাধান। কেনাকাটা থেকে শুরু করে গাড়ি খোঁজা সকল সেবা নেয়া যাচ্ছে প্রযুক্তি ব্যবসা করে। এবার দেশে অফিসগামীদের জন্য এক যুগান্তকারী সেবা চালু করলো ‘যাবো’।
অফিসে যাওযার জন্য গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। ‘যাবো’ পিক এন্ড ড্রপ সার্ভিস নিয়ে এসেছে। নির্ধারিত স্থান থেকে প্রতিদিন গাড়ি ছেড়ে যাবে, যেকেউ চাইলে মাসব্যাপী এ সেবা নিতে পারে। সুযোগ রয়েছে আসা যাওয়ার। যাবোর সকল সেবায় নিতে হবে অ্যাপসের মাধ্যমে। অফিস শেষ করে ফেরার সময়ও থাকবে তাদের এ সেবা।
মিরপুর ১ থেকে গুলশান আসা যাবে মাত্র ৫০ টাকায়। ৫০ টাকায় প্রতিষ্ঠানটি থেকে আপনে যা যা পাচ্ছেন, ফিক্সড রুট, বাজেট ফ্রেন্ডলি ভাড়া, অন টাইম, ফিক্সড স্টপেজ, সর্বোচ্চ নিরাপত্তা ও হাইজিন এবং এসি গাড়ি।
১২ ডিসেম্বর থেকে মিরপুর টু গুলশান রোডে যাবোর সেবা চালু হবে। খুব শীঘ্রই মোহাম্মদপুর থেকে গুলশান, উত্তরা থেকে মতিঝিল, ধানমন্ডি থেকে গুলশান এবং উত্তরা থেকে গুলশান চালু হবে সেবা।
প্রতিষ্ঠানটির কর্ণধার মো. রাফাত রহমান বলেন, এসি গাড়িতে ঘরে নির্ধারিত গন্তব্যে পৌঁছার সুযোগ আমাদের মাধ্যমে। অ্যাপসের মাধ্যমে আমরা এ সেবা দিবো। কম ভাড়ায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা দেয়া হবে।
তিনি আরো বলেন, অনেকে বেশি ভাড়া দিয়েও গাড়ির ভালো সেবা যাচ্ছে না। গ্রাহকের জন্য সেরা সেবা দেয়ায় আমাদের লক্ষ্য।
সেবা পেতে ডাউনলোড করুণ যাবো অ্যাপস: https://tinyurl.com/55x5u8c8