গ্রেড-১ এ পদোন্নতি হওয়ায় ডা. বিকর্ণ কুমার ঘোষকে শুভেচ্ছা জানালেন সুব্রত দাস
- - নিউজ রুম -
- এডিটর --
- 1 March, 2022
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ-কে গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি প্রদান করে ডা. বিকর্ণকে পুণরায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষতে পদায়ন করা হয়েছে। এর আগে গত ৩০ মে, ২০২১ তাকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়। তারও আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে ডা. বিকর্ণ কুমার ঘোষ গ্রেড-১ এ পদোন্নতি হওয়ায় তাকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জুনিয়র প্রোকিউরমেন্ট কনসালটেন্ট সুব্রত দাস।
গ্রেড-১ এ পদোন্নতি পাওয়ায় ডা. বিকর্ণ কুমার ঘোষ সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আগামী দিনে আরো গতিশীলভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আজ গ্রেড-১ এ পদোন্নতি প্রদান করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।