৮কে রেজুলেশন স্মার্ট টিভি আনলো স্যামসাং

জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ২০২০ তে নিজের পোর্টফোলিওতে যুক্ত করলো আরো কয়েকটি নতুন টেলিভিশন রেঞ্জ। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি ২০২০ কিউএলইডি ৭কে টিভি সিরিজ নিজেদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। এই নতুন রেঞ্জে বেশ কয়েকটি টেলিভিশন শামিল রয়েছে, যার মধ্যে বাড়ির জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে সেরিফ টেলিভিশন সিরিজ। সাধারণ স্মার্ট টেলিভিশনের থেকে এই সিরিজের টেলিভিশন বেশ কিছুটা অন্যরকম। আসুন দেখে নেওয়া যাক এই সিরিজের টেলিভিশনের দাম এবং ফিচার।

সেরিফ টেলিভিশন লাইফস্টাইল সিরিজের অন্যতম বড় একটি টেলিভিশন হতে চলেছে। এই টিভির লুক এবং ফিল একটি প্রিমিয়াম টেলিভিশনের মতো। স্যামসাংয়ের এই নতুন স্মার্ট টেলিভিশন ৪৩ ইঞ্চি, ৪৯ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চির ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন আপনারা। বাড়িতে যদি আপনারা এই টেলিভিশন ব্যবহার করেন তাহলে আপনি সবথেকে ভালো লুক পাবেন। এই টিভিটিকে বিশেষ করে বাড়িতে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে।

অন্যদিকে প্রিমিয়াম রেঞ্জে আনা হয়েছে কিউএলইডি ৮কে টিভি সিরিজকে। এই টেলিভিশনে আপনাদের জন্য রয়েছে সুপার থিন ফর্ম ফ্যাক্টর এবং ৮কে পিকচার কোয়ালিটি। ‌একসাথে রয়েছে সারাউন্ড সাউন্ড অডিও আউটপুট। এই টিভিতে ইনফিনিটি স্ক্রিন ডিসপ্লে, কিউ সিম্ফোনি, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড, অ্যামপ্লিফায়ারের মতো বেশ কিছু ফিচার দেওয়া হয়েছে। এই টিভি ৬৫ ইঞ্চি থেকে ৮৫ ইঞ্চি অবধি স্ক্রীন সাইজে পাওয়া যাবে।

পাঠকের মন্তব্য