চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে কিংবা সুপারকোপা দে এস্পানা– সে যে টুর্নামেন্টই হোক চলতি মৌসুমে, বার্সেলোনার দাপট সেখানে প্রচণ্ড, কিন্তু লা লিগা এলেই যেন তা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছিল। এক দুই তিন করে টানা চার ম্যাচ জয়ের মুখ দেখেনি কোচ হানসি ফ্লিকের দল। সে ফর্মটা অবশেষে পেছনে ফেলতে পারল বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে হারাল ৭-১ গোলে।
এমন পারফর্ম্যান্সের Read more...