এমিরেটসের ভিআইপি যাত্রীসেবা প্রদানকারী টীমের জন্য নতুন ইউনিফর্ম
- - নিউজ -
- ডেস্ক --
- 22 January, 2025
এমিরেটস তাদের প্রিমিয়াম ও ভিআইপি যাত্রীদের সেবা প্রদানকারী বিশেষ টীম সদস্যদের জন্য নতুন ইউনিফর্ম উদ্বোধন করেছে। দুবাই আগমনকারী বা ভায়া দুবাই ভ্রমণকারী এসকল যাত্রীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বাত্মক সেবা প্রদানের জন্য এমিরেটসের এই টীম কাজ করে থাকে।
এমিরেটসের ইউনিফর্ম স্ট্যান্ডার্ডস টীম এই নতুন ইউনিফর্মের ডিজাইন প্রস্তুত করেছে। সর্বমোট ৩টি ডিজাইনের মধ্যে নারীদের জন্য স্টাইলিশ এ-লাইন স্কার্ট স্যুট, দৃষ্টিনন্দন প্যান্ট স্যুট এবং পুরুষদের জন্য থ্রিপিস স্যুট।
১৪৫ সদস্য বিশিষ্ট এমিরেটসের বিশেষ এই টীমকে আলাদাভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ও প্রিমিয়াম প্রথম শ্রেণীর যাত্রীদের সঠিকভাবে হ্যান্ডেল করতে ও সেবা প্রদান করতে পারে। উল্লেখ্য, প্রতি বছর এই টীমটি দেড় লক্ষাধীক প্রিমিয়াম ও ভিআইপি যাত্রীদের সেবা প্রদান করে থাকে।
দুবাই বিমানবন্দরে যেসকল ভিআইপি যাত্রীদের সেবা প্রদান করা হয়, তার মধ্যে আছে সকল ধরণের ডিগনিটারিজ, রাস্ট্রপ্রধান, বিশ্বের বিভিন্ন রাজপরিবারের সদস্যবৃন্দ, প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল মিনিস্টার, রাস্ট্রদূত, সেলিব্রেটি, পাবলিক পার্সোনালিটি, এথলেট, অভিনেতা, বিশ্বব্যাপী স্বীকৃত ইনফ্লুয়েন্সার ও ভøগার প্রমূখ।
এমিরেটস ভিআইপি টীমের দায়িত্ব হলো যাত্রীদের পিকআপ, ড্রপঅফ এবং চেকইন ব্যবস্থাপনা, বিমানবন্দরের ভিতরে পরিবহণ লাউঞ্জ সেবা নিশ্চিত করা, বহিঃগমন সংক্রান্ত সেবা, ফ্লাইট কানেকশন, আগমন আনুষ্ঠানিকতা ইত্যাদি। এই সেবার মূল লক্ষ্য হলো যাত্রীদের ভ্রমণ সর্বোচ্চ নির্ঝঞ্ঝাট করতে সহায়তা প্রদান এবং একই সঙ্গে তাদের নিরাপত্তা ও প্রাইভেসি নিশ্চিত করা।