অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত মুট কোর্ট প্রতিযোগিতার আন্তর্জাতিক রাউন্ডে ইস্টার্ন বিশ্ববিদ্যালয়

 

ইস্টার্ন ইউনিভার্সিটির ইতিহাসে এই প্রথমবারের মতো, ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (EUMCS) একটি দল মনরো . প্রাইস মিডিয়া ইনটারন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৪-২৫ এর আন্তর্জাতিক রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে বছর ইস্টার্ন ইউনিভার্সিটি ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনস্থ বোনাভেরো ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে

উক্ত দলের সদস্যরা হলেন রিয়াসাত আজিম, রাইশা চৌধুরী, ইনতিয়া আফরোজ এবং মো. নাজিব ফেরদৌস  তারা ১৫তম দক্ষিণ এশিয়া আঞ্চলিক পর্বে অংশ নিয়ে এই যোগ্যতা অর্জন করেছে ন্যাশনাল ইউনিভার্সিটি (NLU) দিল্লির উদ্যোগে এবং সেন্টার ফর কমিউনিকেশন গভর্ন্যান্স, NLU দিল্লি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বোনাভেরো ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসের সহযোগিতায় এই আঞ্চলিক পর্বটি ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় উল্লেখ্য, ইস্টার্ন ইউনিভার্সিটি এই বছর বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধিত্বকারী বিশ্ববিদ্যালয় এবং এখনব্দি বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্বে পৌঁছানো দ্বিতীয় দল, এর আগে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই এই প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্বে উন্নীত হয়েছিলো।  

২০০৮ সালে প্রতিষ্ঠিত মনরো . প্রাইস মিডিয়া মুট কোর্ট প্রতিযোগিতা, বিশ্বের সবচেয়ে সম্মানিত মুটিং প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা মতপ্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আইনের সাথে সম্পর্কিত আইনি বিষয়গুলো নিয়ে যুক্তি উপস্থাপন এবং গবেষণা করতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের "প্রোগ্রাম ইন কমপারেটিভ মিডিয়া অ্যান্ড পলিসি" (PCMLP)-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মনরো . প্রাইসের সম্মানে নামকরণ করা এই প্রতিযোগিতা গণমাধ্যমের স্বাধীনতা আইনের শাসন  এর আলোচনাকে আরও সামনে এগিয়ে নেয়ার জন্য কাজ করে  এটি বিশেষ করে উন্নয়নশীল দেশ বা যেসব অঞ্চলে মতপ্রকাশের স্বাধীনতা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, সেখানে এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বাকস্বাধীনতার সাথে সম্পর্কিত আন্তর্জাতিক নিয়ম-কানুনের পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য উৎসাহিত করে এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি মুট কোর্ট প্রতিযোগিতা নয়এটি মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তি এবং আইনের শাসনের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এটি তরুণ আইনবিদদের বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সুচিন্তিত যুক্তি উপস্থাপনের সুযোগ করে দেয়

এই অর্জন, আইনি দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের তাত্ত্বিক চর্চাকে উৎসাহিত করণে ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের, ইস্টার্ন ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির এবং  সর্বোপরি ইস্টার্ন ইউনিভার্সিটির  সাফল্যের উৎকৃষ্ট দালিলিক প্রমাণইস্টার্ন ইউনিভার্সিটি আইন অনুষদ, তাদের কোচ, সম্মানিত অনুষদ সদস্যবৃন্দ এবং  মুটিং টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা এই যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের নির্দেশনা এবং উৎসাহ এই মাইলফলক অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

ইস্টার্ন ইউনিভার্সিটির মাননীয় চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মোল্লা মুটিং দলের এই অসামান্য সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের ধারাবাহিক সাফল্য কামনা করছেন। এই অসাধারণ সাফল্যের জন্য দলের সদস্যদের অভিনন্দন!

পাঠকের মন্তব্য