১৫তে পা রাখলো লা রিভ
- - নিউজ রুম -
- এডিটর --
- 12 September, 2023
সেপ্টেম্বর মাসটি হয়তো খুব বড় কোন উৎসবের সময় নয়। ব্যতিক্রম লা রিভে। লা রিভে সেপ্টেম্বর মানেই দারুন আনন্দ আর উদযাপনে মেতে ওঠার সময়। কেন জানেন? এই মাসেই যে তিন শব্দের ছোট্ট একটি ট্যাগলাইন হাতে জন্ম নিয়েছিল লা রিভ! ওয়ার ইওর ড্রিমস-পোশাকে স্বপ্নের প্রতিফলন। কোন স্বপ্ন? দেশি পরিসরেই আন্তর্জাতিক মান, প্রিন্ট ও ডিজাইনের পোশাক পরার স্বপ্ন!
উত্তরার ছোট্ট একটু পরিসরে ২০০৯ সালে যাত্রা শুরু করেছিলো লা রিভ। এরপর বনশ্রী, ধানমন্ডি সহ ঢাকার গুরুত্বপূর্ণ সব শপিং ডেস্টিনেশন। এভাবেই ঢাকার সীমানা ছাড়িয়ে নারায়নগঞ্জ, সিলেট, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী। ২০১৭ সালে দেশের সীমানা পেরিয়ে সিঙ্গাপুরে। এরপর অনলাইন পোর্টালের মাধ্যমে আসিয়ান, গাল্ফ, সুদুর পশ্চিম! দেশ পেরিয়ে বিশ্বফ্যাশনের পাতায় নাম লেখাতে লা রিভ এগিয়ে গেছে সুদৃঢ় পদক্ষেপে, ধাপে ধাপে।১৪ বছর পরে, সেই স্বপ্ন রূপ নিয়েছে সুদুর প্রসারী লক্ষ্যে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, “একে একে ১৪টি বছর পেরিয়ে এই সেপ্টেম্বরে ১৫তে পা রাখলো লা রিভ। আমাদের অভিজ্ঞতা, দায়িত্ববোধ, প্রিয় গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সমর্থন ও ভালোবাসায় লা রিভের স্বপ্ন রূপান্তরিত হয়েছে ভিশন বা সুদূর প্রসারী লক্ষ্যে। এই বছরের প্রতিপাদ্যও তাই- ফ্রম ড্রিমস টু ভিশন। আমাদের স্বপ্ন ছিলো, ফিউশন-বেজড ফ্যাশনে দেশের সেরা ব্র্যান্ড হিসেবে লা রিভকে প্রতিষ্ঠিত করা। ২০১৭ সালে সেই স্বপ্ন দেশের সীমানা ছাড়িয়ে পা রেখেছিলো আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে। বর্তমানে আসিয়ান ও গাল্ফ দেশগুলিতে লা রিভ একটি সুপরিচিত নাম। আমাদের স্বপ্ন ধীরে ধীরে রূপ নিয়েছে ভিশন বা সুদূর প্রসারী লক্ষ্যে।”
তিনি বলেন, ”গত ১৪ বছরে দেশ পেরিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ইন্দোনেশিয়া, তাইওয়ান ও সংযুক্ত আরব-আমিরাতের মতো দেশে বিশ্বসেরা ই-কমার্স পোর্টালগুলির মাধ্যমে নিজ উপস্থিতি নিশ্চিত করেছে লা রিভ। নিজস্ব অনলাইন পোর্টালের মাধ্যমে ছুঁয়েছে ইউএস, ইউকে, ক্যানাডা, অস্ট্রেলিয়ার মতো আরো ১৬টি দেশের ফ্যাশন মার্কেট। এই বছরই সিঙ্গাপুরের সেন্ট্রিয়াম স্কয়ারে খোলা হয়েছে লা রিভের নিজস্ব স্টোর। আমরা মনে করি, ব্র্যান্ড হিসেবে লা রিভ সবসময় তার গ্রাহক, বন্ধু, সমাজ, মানুষ ও পরিবেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাই, একটি দায়িত্বশীল ব্র্যান্ড হিসাবে শুরু থেকেই ইতিবাচক বার্তা, স্বাস্থ্য সচেতনতা, মেডিটেশনের মতো বিষয়ে গুরুত্ব দিয়েছি আমরা। নিয়মিত নিরাপদ রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। পোশাক তৈরির ক্ষেত্রে রিসাইক্লিং এবং পরিবেশ-বান্ধব উপকরণের ব্যবহার বাড়ছে, কাগজের পরিবর্তে এসেছে ই-বিলিং প্রক্রিয়া। আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনেও সম্পূর্ণ স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে লা রিভকে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য এখন।”
১৪ বছর উপলক্ষ্যে লা রিভ তার প্রিয় গ্রাহকদের জন্য সাজিয়েছে নানা রকম আনন্দ আয়োজন। কিশোর-কিশোরীদের পোশাক বা টিন কালেকশন সমৃদ্ধ হয়েছে নতুন সব ডিজাইনে। স্টোর ও অনলাইনে সবার জন্য লঞ্চ হয়েছে নতুন ফল’২৩ কালেকশন। এর পাশাপাশি ৯-১৩ সেপ্টেম্বরের মধ্যে ১৪০০, ২৮০০ ও ৪৮০০ টাকার ইনভয়েজে থাকছে সারপ্রাইজ গিফট। ডিজিটাল মিডিয়াতে শুরু হয়েছে ভিন্নরকম কন্টেস্ট। লা রিভ স্টোরে নির্ধারিত ফটোফ্রেমে ছবি তুলে সোস্যাল মিডিয়াতে পোস্ট করে যেকোন ৩জন বিজয়ী জিতে নিতে পারবেন তারকা-হোটেলে গ্রান্ড কাপল ডিনারের সুযোগ। তবে ক্যাপশনে লা রিভের নির্ধারিত হ্যাশট্যাগ (#LeReve #14YearsJourney #DhakaRegencyHotelandResort) ব্যবহার করতে হবে। বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ সেলিব্রেশন ক্যাপ লঞ্চ করেছে লা রিভ যাতে ৩০% ছাড় পাওয়া যাবে। এছাড়াও স্টোর-ভিজিট করা সকল গ্রাহকের জন্য নানান ধরনের চমকের আয়োজন রেখেছে লা রিভ।
লা রিভের বর্ষপূর্তির সকল আয়োজনের আপডেট পেতে চোখ রাখতে হবে অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/lerevecraze । বর্ষপূর্তি উৎসবের পূর্ণ আমেজ পেতে এখনই ভিজিট করুন আপনার নিকটস্থ স্টোর এবং https://www.lerevecraze.com/