এই খ্যাকখ্যাকে হাসি শেখ হাসিনা, শেখ রেহানা, বেনজিরের: ফারুকী
- - নিউজ রুম -
- এডিটর --
- 22 September, 2024
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাণ ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় নাটক-চলচ্চিত্র উপহার দিয়েছেন। পলিট্রিক্যাল গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘৪২০’-এর মতো দীর্ঘ ধারাবাহিক। কাজের বাইরেও সমসাময়িক নানা বিষয় নিয়েও কথা বলতে দেখা যায় তাকে। নিজের এসব ভাবনা প্রকাশের জন্য বেছে নেন সোশ্যাল মিডিয়া।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন ফারুকী। গণঅভ্যত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরও সেই ধারাবাহিকতা অব্যহত রেখেছেন। চলমান নানা ইস্যু নিয়ে নিয়মিত নিজের মতামত ও পরামর্শ দিচ্ছেন। কয়েক দিন আগে আওয়ামী লীগের প্রাক্তন মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করে আল জাজিরা। তাতে জানা যায়, জাভেদের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিংয়ের তথ্য। এবার এ বিষয় নিয়ে কথা বললেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফারুকী। ‘খ্যা খ্যা খ্যা খ্যা’ শিরোনামে এ লেখার শুরুতে এ নির্মাতা বলেন, ‘আওয়ামী মন্ত্রী জাভেদের হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং এবং লন্ডনে ৩৬০টা বাড়ি নিয়ে আল জাজিরার ভয়াবহ ডকুমেন্টারিটা দেখার পর অনেক কিছু মাথায় ঘুরেছে আমার। কিন্তু সব প্রশ্ন-ক্ষোভ ছাপিয়ে আমার কানে এখনো বাজছে জাভেদের সেই খ্যাকখ্যাকে হাসিটা। এই খ্যাকখ্যাকে হাসিটা হচ্ছে, বাংলাদেশের প্রতি তাদের উপহাস।’