ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৪ জানুয়ারী, ২০২৬
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে টেকসই উন্নয়নের লক্ষে “ডিজাইনিং ইভেন্ট উইথ পারপাস: এ গাইড টু এসডিজি ইন্টিগ্রেশন” শীর্ষক একটি প্রশিক্ষণ গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র সহযোগী অধ্যাপক এবং আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম’র সভাপতিত্বে প্রশিক্ষণ অধিবেশনটি পরিচালনা করেন ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স’র সহকারী অধ্যাপক এবং আইকিউএসি’র উপ-পরিচালক জনাব জাকোয়ান।
ইউআইইউ’র ১৭টি একাডেমিক এবং প্রশাসনিক বিভাগ থেকে প্রায় ৫০ জন প্রতিনিধিত্বকারী হিসাবে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা বৃদ্ধি করা এবং ইউআইইউতে পরিচালিত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ইভেন্ট, সেমিনার, প্রোগ্রাম এবং ওয়ার্কশপের সাথে এসডিজিকে সামঞ্জস্যপূর্ণ করার ব্যবহারিক উপায়গুলি সম্পর্কে জানানো।
এই প্রশিক্ষণ উচ্চশিক্ষায় এসডিজির তাৎপর্য, বিশেষ করে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, বৈশ্বিক র্যাঙ্কিং এবং আন্তর্জাতিক দৃশ্যমানতার সাথে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে তুলে ধরা হয়। এছাড়াও কীভাবে পদ্ধতিগত এসডিজি সারিবদ্ধতা মান নিশ্চিতকরণ, টেকসই প্রতিবেদন এবং বৈশ্বিক বেঞ্চমার্কিং কাঠামোতে অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
ইউআইইউ’র কমিউনিকেশন প্রধান এবং আইকিউএসি’র উপ-পরিচালক মিসেস উম্মে সুমাইয়া মুতিয়াতুর রসুল’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় এবং প্রশিক্ষণ কর্মসূচিতে সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরণের কার্যক্রমের সাথে এসডিজি ম্যাপিংয়ের জন্য একটি কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত করা হয়, যার মধ্যে রয়েছে একাডেমিক ইভেন্ট, সহ-পাঠ্যক্রমিক প্রোগ্রাম, গবেষণা এবং প্রশাসনিক প্রাকটিস। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়া এবং বিভিন্ন বিভাগের প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।