বিশ্বকাপ ভেন্যু নিয়ে আমার ‘কিছু বলার নেই’
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১৪ জানুয়ারী, ২০২৬
সব কিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ ভারত। প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক না থাকায় পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। তাদের ম্যাচগুলো হবে শ্রীলংকা।
নিরাপত্তা শঙ্কার কারণে বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশ খেলতে চাচ্ছে শ্রীলংকায়। এ নিয়ে আইসিসিকে একাধিকবার চিঠি পাঠিয়েছে বিসিবি। বিশ্বকাপের সময় ঘনিয়ে এলেও এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি বাংলাদেশের।
বুধবার মিরপুরে এব্যাপারে রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’
গত ডিসেম্বরে নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখে কিনে নেয় আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তা শঙ্কায় আইপিএল থেকে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফ জানিয়ে দেয়, ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে?
তাই বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে জানিয়ে দেয়, যাতে পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশর খেলা রাখা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তন নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশ দলকে শ্রীলংকায় খেলার সুযোগ দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না।’