সাভারে গ্রেটার বরিশাল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ জানুয়ারী, ২০২৬
সাভারের রাজাশন ও দেওগাও এলাকার বরিশালবাসীদের সংগঠন গ্রেটার বরিশাল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সদস্য, তাদের পরিবার ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।
মিলনমেলা শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কল্যাণমূলক কার্যক্রম নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি মেসবাহ উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চিফ অ্যাডভাইজার, আর সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে একজন পুলিশ ইন্সপেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে সংগঠনের সদস্যদের সক্রিয় সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বাদল সংগঠনকে আরও গতিশীল করা, সদস্য সংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে কল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। ভাইস চেয়ারম্যান মাহবুব মোর্শেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনটি ভবিষ্যতে একটি শক্তিশালী জনকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে আরও এগিয়ে যাবে।
সার্বিকভাবে, গ্রেটার বরিশাল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই বার্ষিক মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সামাজিক দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।