ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো -২০২৬ শুরু
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৭ জানুয়ারী, ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ফোর্ট্রেস আয়োজনে ‘ফোর্ট্রেস প্রপার্টি এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার রূপায়ণ শপিং স্কয়ার, লেভেল–১২, ব্লক–জি এর ফোর্ট্রেসের প্রধান কার্যালয়ে এক্সপোর উদ্বোধন করা হয়। এই সময় এক্সপোর শুভ উদ্বোধন করেন ফোর্ট্রেস এর ফাউন্ডার চেয়ারম্যান লুৎফর রহমান অপু।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফোর্ট্রেস এর ম্যানেজিং ডাইরেক্টর, ডাইরেক্টরস, সিওও এবং সকল কর্মকতাগণ।
আধুনিক আবাসন ও লাভজনক বিনিয়োগের সুযোগ এক ছাদের নিচে তুলে ধরতেই এই এক্সপোর আয়োজন। ঢাকার প্রাইম লোকেশনে স্কাই ভিলা, পেন্টহাউস, অ্যাপার্টমেন্ট কিংবা কমার্শিয়াল স্পেস খুঁজে নেওয়ার সুবর্ণ সুযোগ নিয়ে এক্সপোটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
এক্সপো চলাকালীন ফোর্ট্রেস এর প্রকল্পগুলোতে গুণগত নির্মাণশৈলী, কনটেম্পরারি ডিজাইন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের সম্ভাবনার উপর বিশেষ গুরুত্ব তুলে ধরা হবে।
ফোর্ট্রেস এর ফাউন্ডার চেয়ারম্যান লুৎফর রহমান অপু বলেন, আমরা দেশি-বিদেশি সেরা প্রকৌশলীদের সমন্বয়ে দৃষ্টিনন্দন ডিজাইন ও আন্তর্জাতিক মানসম্পন্ন ভূমিকম্পন সহিংসু আবাসনের নিশ্চয়তা দিয়ে থাকি। আমাদের সব প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহকের কাছে হস্তান্তর করা হয়। জলসিড়ি, বসুন্ধরা, গুলশান, বনানী, ও উত্তরায় অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ফোর্ট্রেস এর চলমান ৮০টি আবাসন প্রকল্পের আওতায় ২১ লাখ স্কয়ার ফুটের বেশি আয়তনের স্পেস থেকে গ্রাহকদের পছন্দের ফ্ল্যাট বা অফিস স্পেস বেছে নেওয়ার সুযোগ থাকছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এক্সপোটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।