রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী অহনা দত্ত
-
- - নিউজ -
- ডেস্ক --
- ১৯ জানুয়ারী, ২০২৬
মুম্বাই হোক কিংবা কলকাতা- ভারতে পথঘাটে তারকাদের হেনস্তার শিকার হওয়ার ঘটনা যেন নিয়মিত। এর আগেও বহুবার অভিনেতা-অভিনেত্রীদের গাড়ি আটকে অপ্রীতিকর পরিস্থিতির খবর শিরোনাম হয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ওপার বাংলায়। এক মদ্যপ চালকের হাতে মাঝ রাস্তায় ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত ও তার স্বামী।
ঘটনাটি ঘটেছে কলকাতার নরেন্দ্রপুর সংলগ্ন এলাকায়। অহনার দাবি, তাদের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। সেই সময় সামনের একটি গাড়ি আচমকা সজোরে তাদের গাড়িতে ধাক্কা মারে। অহনার স্বামী বারবার হর্ন দিলেও চালক কোনো প্রতিক্রিয়া দেখাননি। অভিনেত্রী অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দুর্ঘটনার পর দায় স্বীকারের বদলে উল্টো তর্কে জড়িয়ে পড়েন।
অভিনেত্রীর পোস্ট করা ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, মাত্র এক মাস আগে কেনা অভিনেত্রীর নতুন গাড়িটির সামনের অংশ ও দরজা প্রচণ্ড ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে। ক্ষয়ক্ষতির এই চিত্র দেখে নিজের ক্ষোভ আর ধরে রাখতে পারেননি অহনা।
দুর্ঘটনার পর স্থানীয়দের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অহনা। তার অভিযোগ, বিপদের সময় তাকে বা তার স্বামীকে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি; বরং স্থানীয়দের অনেকেই ওই মদ্যপ চালকের পক্ষ নিয়ে তাদের হেনস্তা করেন। অহনার দাবি, তিনি সেখানে উপস্থিত না থাকলে তার স্বামীর ওপর শারীরিক হামলার আশঙ্কাও ছিল।
এ ঘটনায় গাড়ির ব্যাপক ক্ষতি হলেও অভিনেত্রী ও তার স্বামী শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ভারতের ব্যস্ত শহরগুলোতে তারকাদের নিরাপত্তা নিয়ে আবারও বড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা।