জাতীয় দল ছেড়ে আইপিএল বেছে নেয়ার কারণ জানালেন সাকিব
- - নিউজ রুম -
- এডিটর --
- 21 March, 2021
এপ্রিলে শ্রীলঙ্কা সফরে টেস্ট খেলবেন না সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় বয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের চাওয়ায় রাজি হয় ঠিকই কিন্তু এর সমালোচনাও করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এতদিন নিশ্চুপ ছিলেন সাকিব। অবশেষে নিজের অবস্থান পরিস্কার করেছেন।
শনিবার ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ‘ক্রিকফ্রেঞ্জি’র লাইভে সাকিব বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তাঁরা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না।
আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’
নিজের চিঠির ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে মত সাকিবের, ‘আকরাম ভাই (বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান) বার বার বলেছে, আমি খেলতে চাই না। আমার ধারণা উনি চিঠিটি পড়েনি। আমি পাপন ভাইকে (বিসিবি সভাপতি নাজমুল হাসান) ধন্যবাদ দিতে চাই, উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। খেলোয়াড়দের এই স্বাধীনতা দেওয়া উচিত। বোর্ড কিংবা বোর্ড প্রধান যদি কোনো ক্রিকেটারকে এভাবে সাহায্য করে, তাহলে ক্রিকেটারের আত্মবিশ্বাস বেড়ে যায়। পরে ক্রিকেটারদের জাতীয় দলের প্রতি দায়বদ্ধতাও বেড়ে যায়। সেদিক থেকে পাপন ভাইকে ধন্যবাদ দিতে চাই।’
আইপিএলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি বলেন, ‘এই বছরের শেষেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আমাদের অনেক কিছু অর্জনের সুযোগ আছে। এই দুইটা টেস্টে সেই সুযোগ নেই। অবশ্যই দল হিসেবে যদি দুইটা টেস্ট জিতি তাহলে অনেক ভালো। কিন্তু বড় চিত্রটা দেখেন, আমি নিজেকে বড় কিছু অর্জনের সুযোগ আছে আমাদের দেশের, সেটাকে ভালো সুযোগ মনে করি।’