
রাফিনিয়া জাদুতে শেষ আটে বার্সা
-
- - নিউজ -
- ডেস্ক --
- 12 March, 2025
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে ১-০ গোলে জিতে ফিরেছিল বার্সেলোনা। জয় ছোট হলেও শেষ আটে এক পা দিয়ে রেখেছিল কাতালানরা।
দ্বিতীয় লেগে ঘরের মাঠে বার্সা ৩-১ গোলে জিতেছে। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে জিতে কোর্য়াটার ফাইনালে পা রেখেছে হানসি ফ্লিকের দল।
মঙ্গলবার রাতের ম্যাচে ১১ মিনিটে প্রথম গোল করে বার্সা। দলকে এগিয়ে নেন রাফিনিয়া। এক মিনিট বাদেই ওটামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা।
২৭ মিনিটে লামিনে ইয়ামাল গোল করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নেন। ৪২ মিনিটে রাফিনিয়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।