টি-২০ সিরিজ : সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
-
- - নিজস্ব -
- প্রতিবেদক --
- ১০ জুলাই, ২০২৫
টেস্ট আর ওয়ানডে সিরিজের ব্যর্থতা পেছনে ফেলে এবার টি-২০তে ঘুরে দাঁড়ানোর মিশনে নামছে টাইগাররা। বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রথম টি-২০তে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে লিটনের দল। ১৩ ও ১৬ জুলাই সিরিজের বাকি দুই ম্যাচ হবে একই ভেন্যুতে।
টি-২০ ফরম্যাটে লঙ্কানদের বিপক্ষে অতীত পরিসংখ্যান বাংলাদেশের জন্য খুব একটা অনুকূলে নয়। দুই দল এ পর্যন্ত টি-২০তে মুখোমুখি হয়েছে ১৭ বার। তার মধ্যে ১১ ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা । বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৬ ম্যাচে।
নিজেদের মাটিতে শ্রীলঙ্কা জিতেছে ২টি ম্যাচে, বাংলাদেশও জিতেছে ২টিতে। প্রতিপক্ষের মাঠে শ্রীলঙ্কা জিতেছে ৬টি ম্যাচ আর বাংলাদেশ জিতেছে ৩টি।
এদিকে, নিরপেক্ষ ভেন্যুতে লঙ্কানদের জয় ৩টি ম্যাচে, বাংলাদেশ জয় ১টিতে। তবে দুই দলের শেষ ৫ দেখায় শ্রীলঙ্কাই এগিয়ে। তারা জিতেছে ৩টি ম্যাচ, বাংলাদেশের জয় ৫টি ম্যাচে। ২০২৪ সালের ৮ জুন ছিল দুই দলের সর্বশেষ টি-২০ লড়াই। ওই ম্যাচে নাটকীয়ভাবে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।
আজকের খেলাটি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া স্পোর্টজফাই ও ক্রীড়া টিভি অ্যাপস থেকেও দেখা যাবে।
বাংলাদেশ স্কোয়াড
লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমার, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা স্কোয়াড
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা।