মেসির শহর বার্সেলোনায় প্রথম ক্রিকেট মাঠ

ক্রীড়াপ্রেমীদের কাছে বার্সেলোনা বলতেই মনের মধ্যে সবার আগে ভেসে উঠবে ফুটবলের কথা, লিওনেল মেসির জাদু। এবার সেই শহরেই পরিচিতি পেতে যাচ্ছে ক্রিকেট। অবাক করার মতো ব্যাপার হলেও সত্যি হলো স্পেনের শহর বার্সেলোনায় তৈরি হতে চলেছে প্রথম ক্রিকেট মাঠ।

পাবলিক প্লেসের সদ্ব্যবহার করতে ৩ কোটি ইউরো কীভাবে খরচ করা যায় সেই ব্যাপারে গত মাসে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় বার্সেলোনা সিটি হলের পক্ষ থেকে। ১৮৪টি প্রস্তাব আসে, যার মধ্যে প্রথম স্থানে ছিল ক্রিকেট পিচ। ১২ লাখ ইউরো খরচ করা হবে এই প্রস্তাব বাস্তবায়নে।

স্পেনে ক্রিকেট বেশ অপরিচিত খেলা। সেখানে ক্রিকেট পিচ তৈরির প্রস্তাবে সমর্থন দেওয়ার পেছনে রয়েছেন বেশ কিছু তরুণী, যাদের অধিকাংশ ভারতও ও পাকিস্তানি। কাজের সূত্রে বা পড়াশোনার কারণে এই দেশে থাকেন অনেকে। তারা মুখে মুখে প্রচার করতে থাকেন এবং স্থানীয় সংবাদমাধ্যমের বোঝাতে থাকেন ক্রিকেট পিচের চাহিদা।

স্পেনের এক নারী ক্রিকেটার ও ১৮ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাদিয়া মুস্তাফা বলেন, ‘স্বপ্ন সত্যি হচ্ছে। আমাদের সব পরিশ্রম সার্থক হলো, ভোটে আমাদের জয় হলো। আমাদের প্রকল্পে ভোট দিতে কয়েক সপ্তাহ ধরে আমরা লোকজনকে উৎসাহ দিচ্ছি, ভোটে জিতে গেলাম। শেষ পর্যন্ত আমাদের খেলা ও প্রশিক্ষণের জন্য বার্সেলোনায় প্রথম ক্রিকেট মাঠ হচ্ছে।’

বার্সার অলিম্পিক তাদের জন্য শুধু পিচ নয়, তৈরি করা হবে সাজঘর, আলোর স্তম্ভও। এক থেকে দেড় বছরের মধ্যেই সব কিছু তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এত দিন কোনও গাড়ি রাখার জায়গা ফাঁকা থাকলে বা সাধারণ কোনও মাঠে হতো ক্রিকেট খেলা। বার্সেলোনায় প্রায় ৪০০ জন ক্রিকেটারকে নিয়ে ২৫টি নারী ও পুরুষ দল আছে। এবার তাদের জন্য বার্সার অলিম্পিক স্টেডিয়ামের ঠিক পাশেই হচ্ছে ক্রিকেট মাঠ।

পাঠকের মন্তব্য