রাতে মাঠে নামছে কলকাতা, সাকিব থাকবেন তো?
- - নিউজ রুম -
- এডিটর --
- 20 September, 2021
করোনার ধাক্কা সামলে আবারও মাঠে গড়ালো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। সংযুক্ত আরব আমিরাতে রোববার রাতে চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়ালো দ্বিতীয় অংশ।
আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিবের কলকাতা। মাঠে নামার আগে অনুশীলনের সময় সাকিব বলেন, 'কয়েক দিন পরই (আজ) প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’
তবে কোহলির ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ একাদশে থাকার সম্ভাবনা কম। থাকলেও খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। প্রথম অংশের সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩৮ রানের সঙ্গে নিয়েছেন মাত্র ২ উইকেট। ব্যাঙ্গালুরুর বিপক্ষে প্রথম লিগের ম্যাচে ২৬ রান করে বল হাতে উইকেট শূন্য ছিলেন তিনি।
সাকিবের বদলে অলরাউন্ডার হিসেবে খেলবেন ক্যারিবিয়ান সুপারস্টার সুনীল নারিন। বাংলাদেশ সময় রাত ৮টায় আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে হবে ম্যাচটি।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটির জন্য কলকাতার সম্ভাব্য একাদশের তালিকা প্রকাশ করেছে, সেখানে দেখা গেছে সাকিবকে মূল একাদশে রাখা হয়নি। যদি এখন কলকাতার কর্তৃপক্ষ শেষ মূহুর্তে দলে পরিবর্তন আনতে চায় তাহলে হয়তো সাকিবের জায়গা হয়ে যেতে পারে। তবে এ সম্ভাবনা খুবই কম।
উল্লেখ্য, পয়েন্ট টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে মাত্র দুটো জয়ে ৪ পয়েন্টে সাত নম্বরে অবস্থান করছে কেকেআর। আর ৮ ম্যাচে সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে চেন্নাই সুপার কিংস। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দিল্লী ক্যাপিটালস।