খেলা হয়নি, নিরাপত্তাকর্মীদের বিরিয়ানি খাইয়ে পিসিবির লোকসান ৩০ লাখ টাকা
- - নিউজ রুম -
- এডিটর --
- 22 September, 2021
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি বলও খেলা হয়নি। নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে এসেও কোনো ম্যাচ না খেলেই ফিরে গেছে কিউই দল। এদিকে সিরিজটি বাতিল হওয়ায় এমনিতেই বিপুল লোকসানের মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে লোকসানের খাতায় যোগ হলো আরও মোটা অঙ্ক।
না হওয়া ওই সিরিজে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের বিরিয়ানি খাওয়াতে আট দিনে পিসিবির বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা খরচ হয়েছে। ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে পাঁচজন এসপি ও এসএসপিসহ পাঁচশ’রও বেশি পুলিশ কর্মী ছিলেন। তাদের জন্য দিনে দুবার করে বিরিয়ানি আসে। আট দিন ধরে যারা বিরিয়ানি পাঠিয়েছে তারা এখন ৩০ লাখ টাকার বিল ধরিয়েছে পাক বোর্ডকে।
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে অতিথিকে আতিথ্য দিতে মুখিয়ে ছিল বাবর আজমরা। কিন্তু শেষ পর্যন্ত ভেস্তে যায় সব আয়োজন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) প্রথম ওয়ানডে শুরুর কয়েক মিনিট আগে সফর বাতিল করে নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার ‘জুজু’ দেখিয়ে কিউইদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ জানানোর কথা বললেও তিনিও জানেন, এতে কাজের কাজ কিছুই হবে না। আর তাই প্রতিশোধের মঞ্চ বানাতে চান ক্রিকেট মাঠকেই। আর সে জন্যই পাক ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। ক্ষোভের জবাব ২২ গজে দেওয়ার পরামর্শ পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক এই ক্রিকেটার।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এ সেই ছবি টুইট করে শোয়েব লেখেন, ‘এই দিনটা মনে রেখ তোমরা। এই দিনেই নিজেদের সর্ব শক্তি দিয়ে কিউই বধ করতে হবে।’ সাবেক তারকা এই বোলার বাবর আজমদের মনে করিয়ে দিলেন মাঠেই নিউজিল্যান্ডকে উত্তর দেওয়ার কথা। বিশ্বকাপের মঞ্চে কিউইদের মনের জ্বালা মেটাতে চাইছে পাকিস্তান।
বাবর নিজেও বেশ ক্ষিপ্ত। তিনি টুইট করে লেখেন, ‘হঠাৎ সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আমরা হতাশ। পাকিস্তানের ক্রিকেটভক্তদের মনে হাসি নিয়ে আসত পারত এই সিরিজ। সুরক্ষা ব্যবস্থার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। পাকিস্তান জিন্দাবাদ।’