গোল করতে পেরে আমি খুব খুশি : মেসি

লিওনেল মেসি কি নিজেকে খুঁজে পাবেন প্যারিস সেইন্ট জার্মেইঁতে? সংশয় ছিল অনেকের। কিন্তু তিনি তো লিওনেল মেসি। কীভাবে ফিরে আসতে হয়, তার চেয়ে ভালো আর কয়জন জানে? পিএসজির হয়ে অভিষেক গোলটি তিনি করেছেন চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলকে জয় এনে দিয়েছেন ২-০ গোলে। ম্যাচশেষে উচ্ছ্বাসে ভেসেছেন আর্জেন্টাইন তারকা। বলেছেন একটা নিখুঁত রাত কেটেছে তাদের। সঙ্গে জানিয়েছেন, পিএসজির হয়ে নিজের অভিষেক গোল করতে পেরে আনন্দের কথা। 

তিনি বলেছেন, ‘এটা ভালো একটা প্রতিপক্ষের বিপক্ষে নিখুঁত একটা রাত। ব্রুর্গের বিপক্ষে ড্রয়ের পর এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। গোল করতে পেরে আমি খুব খুশি। সম্প্রতি আমি খুব বেশি ম্যাচ খেলিনি। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচই খেলেছিলাম।’ 

আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। আমাদের খেলার মান ধরে রাখতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে।

পিএসজিতে যোগ দেওয়ার পর সিটি ম্যাচের আগে ক্লাবটির হয়ে কেবল তিনটি ম্যাচ খেলেছিলেন মেসি। সেখানেও গোল করা কিংবা করানো কোনোটিই করতে পারেননি তিনি। এরপর ইনজুরিতে খেলতে পারেননি লিগ ওয়ানের দুই ম্যাচ। মেসি বলছেন, ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তিনি।

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে মানিয়ে নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জিততে থাকা। প্রতিটা ম্যাচেই আমাদের সম্পর্ক আরও ভালো হবে। আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। আমাদের খেলার মান ধরে রাখতে হবে এবং সেটা চালিয়ে যেতে হবে।’

পাঠকের মন্তব্য